কৃষ্ণের আদেশ পাঞা ইন্দ্রযজ্ঞ নিবারিয়া
নন্দ আদি যত গোপগণ।
নানা উপহার লৈয়া সকলে একত্র হৈয়া
আইলেন যথা গোবর্দ্ধন।।
সহস্র সহস্র জন রান্ধে অন্নব্যঞ্জন
এক ঠাঞি লৈয়া করে রাশি।
দধিদুগ্ধসরোবর রোটীরাশি থরে থর
হরিষে সাজায় ব্রজবাসী।।
শ্রীকৃষ্ণের অভিমত পাক কৈল বহু শত
সূপান্ত পায়স শিখরিণী।
ব্যঞ্জনের কত কূপ পর্ব্বত সান স্তূপ
অন্নকোটি করিলা সাজনি।।
নানা বাদ্য বাজে কত নর্ত্তকী নাচয়ে শত
সহস্র সহস্র লোকে গায়।
যত গোপগোপীগণ অলঙ্কৃত সব জন
আনন্দ অবধি নাহি পায়।।
ধেনুবৎস সাজাইয়া কত স্বর্ণমুদ্রা লৈয়া
ব্রাহ্মণেরে দেই নন্দরায়।
মহামহোৎসব রোল কে কার শুনয়ে বোল
এ মাধব দেখিয়া বেড়ায়।।