কৃষ্ণের সঙ্কেতে রাই কুঞ্জেতে রহিল।
বহু রাত্র হৈল তবে শ্যাম না আইল।।
শুন প্রাণদূতী অবে কি কহব ভলে।
সঙ্কেত করিয়া কোনখানে গলে।।
নক্তকাল হৈল কৃষ্ণ কেন না আইল।
কুন নাগরী-ফান্দে নাগর ভুলিয়া রহিল।।
অত কহি রাই মনে আকুলিত হুএ।
চণ্ডীদাস বোলে রাই বহু দুঃখ পাএ।।