কেনে আল জলে রে মুই কেনে আইলাম জলে জলের ছলে বন্ধুরে দেখিলাম কদম্বতলে। ধু
সখীসঙ্গে জলে আইলুঁ জলভরি গেল তারা আমি ত অবলা রাধে কলসী না গেল ভরা।
মুররী বাজায় বন্ধু কদম তলে রৈয়া কদম্বের পত্র সারি বন্ধুর পদের ছায়া।
হাতেশঙ্খ কানেসোনা পিন্ধনে পাটেরশাড়ী হাতনাড়ি কহেকথা রাধিকা সুন্দরী।
মুররী বাজায় শ্যামে কদম্বের স্থানে চলিছে সুন্দরী রাধে কানু দরশনে।
মীর ফয়জুল্লাহ কহে কদম্বের তলা বংশীর ধ্বনিতে যায় করিবারে মেলা।