কেন মোরে দিলি অপমান হাউষের পিরীতি ভাঙলি কালা-চান। ধু
কার বোলে ভাঙলি পিরীতি ডুবাইয়া জাতি কুল মান।
আসিবি বুলি না আসিলি তুই বড় বেইমান।
গোকুল নগরে ঘোষে কলঙ্কিনী রাধার নাম।
শ্রধা মনে তোর সনে বৈরাগিনী হৈয়া যাম
দেশে দেশে ভ্রমণ করি মথুরায় তোর লাগ পাম।
ফৌজদারে ত দরখাস্ত দিয়া ভাঙ্গিব তোর গুমান।
যার বলে ভাঙ্গিলি পিরীত তারে যদি লাগ পাম।
হীরার কাটায় মারি তারে সাধিম মনের এই সম্মান।
শ্রীকমর আলি কয়, পেয়ারী না করিও অভিমান,
পিরীত করি ছাইড়া গেল সে বড় নিষ্ঠুর শ্যাম।