কে না কৈল এনা বেশ খানি।।
বুঝিলাঙ মনে হেন এরূপ দেখিয়া মেন
জীবে না গো গোকুলের কামিনী।।ধ্রু।।
নব গুঞ্জা চূড়া বান্ধা তাহে ময়ূরের চান্দা
আর তাহে বিনোদ টালনি।
ভূর যুগ ধনু কাম বঙ্কিম নয়ন ঠাম
আর তাহে বঙ্কিম চাহনি।।
বদন পুণিম শশি তাহে মৃদু মৃদু হাসি
অধর বান্ধুলি ফুল জিনি।
মুরুলী মধুর স্বরে শুনি কে রহিবে ঘরে
গোকুলের যতেক কামিনী।।
বনমালা গলে শোভে অলিকুল মধু লোভে
চৌদিকে বেঢ়িয়া করে ধ্বনি।
পরিধান পীত বাস ও রাঙ্গা চরণে আশ
হরেকৃষ্ণ সদাই নিছনি।।