কে মিলাইবো, কে মিলাইবো, কে মিলাইবো কান ? ঘটে না রহে পরাণ।।
কি জানি কি হৈল, কি দিয়া কি কৈল, কি জানি করমে (আছে ?) কি।
কি না দোষে কালা, দিলা এথ জ্বালা, প্রাণি লৈয়া যাএ তেজি।।
কি জানি এমন, কালা নিদারুণ, ভুলি [আ] রহল দূর দেশ।
অনঙ্গ বেদন, মদন দহন, তনু ছাড়ি প্রাণ শেষ।।
এই চান্দ চন্দন, শীতল মঙ্গল, আন ন ভাবিয়ে অঙ্গ।
হীন আমানে ভণে, এ তিন ভুবনে, দেখ কানাই তোহ্মার সঙ্গ।।