কোনো বিঘটনে না দেখি যে দিনে
তোমার ও চান্দ মুখ।
কে জানে সে দিনে কত উঠে মনে
দুখের উপরে দুখ।।
ধনি পরাণ-পুতলি তুমি।
শিরে হাথ দিঞা বলি দঢ়াইঞা
তোমা না ছাড়িব আমি।।
অগতির গতি তোমার পিরীতি
পাঞাছি অনেক সাধে।
ও মুখ মলিন সজল নয়ন
দেখিঞা পরান কান্দে।।
জল বিনে মীন মরএ যেমন
তোমা না দেখিলে মরি।
দীনবন্ধু বলে তোমারে ছাড়িলে
বাঁচিব কেমন করি।।