কোন গোপী ছিল ঘরে শুনিয়া বাঁশীর স্বরে
আসিতে দুয়ারে পতি জাগে।
ধরিয়া রাখিল পতি পরাণ তেজিল সতী
পাইল আসিয়া সভার আগে।
ব্রজবধূ নাগরে ভেটিল আসি বনে।
যেন নবঘন দেখি তৃষিত চাতক পাখী
পরাণ পাইল জনে জনে।।
দেখি সতীকুল মুখ হৃদয়ে বাড়িল সুখ
হাসি কানু কহে ধীরে ধীরে।
যত কুলবতী সতী তোমরা নব যুবতি
নিশিতে ছাড়িয়া আইলে ঘরে।।
কাননে পশুর ভয় ব্রজে কি বিপদ হয়
কিবা মোর দরশন সাধে।
পূরিল মনের কাম যাহ নিজ নিজ ধাম
রাধাদাস কহে পরমাদে ।।