কোন বিধাতা মুরতি করিআ
কেনে বা সিজ্জিল নারি।
মোনের আনন্দে পাই তবে
ধৈরজ ধরাইতে নারি।।
বিধি, কি আর বলিব তোরে।
পরষ রতন রিদয়ে রাখিতে
কেনে বিরম্বিল মোরে।।
এ রূপ জৈবন মোহন মোনহর
করিলা গোআল জাতি।
কুলের ধরম করম ছারিলাম
হইআ কুলবতি সতি।।
অবলা অখলা কুলবতি বালা
জে জনে পিরিতি করে।
চণ্ডিদাষে কহে মরমে লাগিলে
সে কি পাসরিতে পারে।।