কো কহু অপরূপ প্রেমসুধানিধি
কোই কহত রসমেহ।
কোই কহত ইহ সোই কল্পতরু
মঝু মনে হোত সন্দেহ।।
পেখলুঁ গৌরচন্দ্র অনুপাম।
যাচত যাক মূল নাহি ত্রিভুবনে
ঐছে রতন হরিনাম।।ধ্রু।।
যো এক সিন্ধু সো বিন্দু ন যাচই
পরবশ জলদ সঞ্চার।
মানস অবধি রহত কলপতরু
কো অছু করুণ অপার।।
যছু চরিতামৃত শ্রুতিপথে সঞ্চরু
হৃদয় সরোবর পূর।
উমড়ই নয়নে অধম মরুভূমহি
হোওত পুলক অঙ্কুর।।
নামহি যাক তাপ সব মেটই
তাহে কি চাঁদ উপাম।
কহ ঘনশ্যাম দাস নাহি হোয়ত
কোটি কোটি একু ঠাম।।