খেণে রাধা-পথ পানে চাই।
মুগধ সে লুবধ মাধাই।।
কুঞ্জে লুঠত মহি ঠাম।
রাধা রাধা নাম করি গান।।
কোথা রাধা সুকুমারী গৌরী।
হেরত নয়ন পসারি।।
পুনঃ মুদত দুই আঁখি।
ধনি মণি কতি নাহি দেখি।।
একলি কুঞ্জ নিকুঞ্জে।
গান করত কত পুঞ্জে।।
“হা রাধা রাধা তনু আধ।
হেরইতে পুন ভেল সাধ।।
তো বিনু সব ভেল বাধা।
হৃদিপর যা তাত রাধা।।”
ঐছন কাতর মুরারি।
গদগদ নয়নক বারি।।
খেণে উঠে খেণে করে গান।
রাইক পথ পানে চান।।
চণ্ডীদাস কহে পুন বেরি।
আসি মিলব পুন গোরী।