খেলাঅে আগিনা মাঝে[* * *
* য়ের আনন্দ অতি।
খেনে গৃহ কর্ম্ম করেন জসদা
স্থির চিত্ত নহে মতি।।
হেনক সমএ ভোলা মহেশ্বর
* * * র বেশ।
মাথাঅ জটা ভার মনোহর
বিভূতি মাখিআ কেশ।।
ভালে আধচন্দ দেখিতে সুন্দর
* * * *।
গলায়ে শোভিছে ভুজঙ্গ-পইতা
তাহে হাড়-মালা ছর।।
করেতে শোভএ এ শঙ্গা ডম্বুর
বিভূতি [ভূষিত অঙ্গ]
* * মধুর অতি সে সুস্বর
করি কত রঙ্গ ভঙ্গ
দেখিআ জসদা অপূর্ব্ব কাহিনী
কটিতে বাঘের ছাল।
* * * আপনা আপনি
সদাই বাজাএ গাল
কহে নন্দরাণী– “কেবা বট তুমি
কেন বা আইলে এথা।
* * * * * *
* * * *।।”
“* * *গি এমন বিআগি
ভ্রমণ দেশেতে দেশে ।
শুনিল তুমার একটি নন্দন
দেখিতে আছএ আশে।।
* *রিতে আইল এথাই
শুনহ, জসদা মাই।
আমারে দেখাহ তুমার নন্দন
যেন অতি সুখ পাই।।”
* * *হে ভোলা মহেশ্বর
আইলা দরশন আশে।
সব দেবগণ আনন্দ-মগন
পাঠাইল যোগী-বেশে।।