খেলা রসে ছিলা কানাই শ্রীদামের সনে।
হেনকালে রাধারে পড়িয়া গেল মনে।।
আপনার ধেনু সব সঙ্গিগণে দিয়া।
রাধা বলি বাজায় বাঁশী ত্রিভঙ্গ হইয়া।।
রাধা বলি কানাই পূরিল মোহন বাঁশী।
শ্রীরাধিকার কানে তাহা প্রবেশিল আসি।।
শুনি ধ্বনি সুবদনী অথির হইয়া।
বন্ধুরে আপনা দিয়া মিলিব যাইয়া।।
রায়শেখর কহে এই কথা বটে।
চল সভে যাই মোরা যমুনার তটে।।