গনি এক মনে সাসুড়ি গুরুজনে
ঘরে ননদি বৈরি।
পাপ পরাণে আন নাহি জানে
সে য়ার জালাএ মরি।।
সই, না বুঝি বিধির বিধান।
জলে জরজর কান্তি কলেবর
কেনে বা রহিল পরান।।
কিবা সে গরল সহেত আনল
জালার ঔসদি এই।
পিরিতি করিআ নিঠুর হইল
পাছে সে বুঝিবে সেই।।
কুলের খাখার কলঙ্ক রহিবে
লাজ ঘুসিব মুখে।
চণ্ডিদাসে কহে পিরিতে ঠেকিআ
পরাণ হারাবে দুখে।।