গহন কাননে অশেষ ভয়
ধাওয়া ধাওই বড় উচিত নয়
অতি সুকোমল চরণ তায়
কুশাঙ্কুর পাছে বাজে রে।।
লতাএ জড়িত পথের মাঝে
উঁচা নিচা কত পাষাণ বাজে
ঘামিল ও মুখ-পঙ্কজরাজে
ধাইতে বনের মাঝে রে।।
বিষম সঙ্কট লাগএ মনে
বিপুল কণ্টক আছ এ বনে
পথপানে চাঞা না চল কেনে
মরি যে মনের তাপে রে।।
একি হল্য মোর দারুণ দায়
যদি বাজে তোর কোমল পায়
দেখিলে তবে কি বলিবে মায়
অই ভয়ে প্রাণ কাঁপে রে।।
ও মুখে বিকচ কমল বলি
মধুলোভে পাছে দংশে অলি
চল চল সব রাখাল মেলি
কি ফল কাননে ধাইঞা।
চল চল বন তেজিঞা মাঠে
কলিন্দ–নন্দিনী নদীর ঘাটে
বংশীবট তট নিকট বাটে
বসিঞা রহিব যাইঞা।
আর এক ভয় আছএ মনে
এত দুখ যদি জননী শুনে
তোরে কভো নাহি পাঠাবে বনে
আমা সভাকার সঙ্গে রে।
মধুর মধুর বাজাঞা বেণু
চল চল সভে লইঞা ধেনু
দীনবন্ধু মাগে চরণ-রেণু
পড়িঞা পদতলে রঙ্গে রে।।