গায়ে হাত দিয়া মুখ মাজে নন্দরাণী।
স্তনখিরে আঁখিনীরে সিঞ্চয়ে অবনী।।
নন্দরায় আসি পুন করিলেন কোরে।
মুখ চুম্ব দিতে ভাসাওল আঁখি লোরে।।
মাথায় লইতে ঘ্রাণ স্থকিত হইয়া।
চিত্রপুতলি যেন রহে কোলে লইয়া।।
ঈশ্বরের নামে মন্ত্র পঢ়ে হস্ত দিয়া।
নৃসিংহবীজমন্ত্রমণি গলে বান্ধে লৈয়া।।
পৃথিবী আকাশ আর দশ দিগপথে।
নৃসিংহ তোমারে রক্ষা করু ভাল মতে।।
সর্ব্বত্র মঙ্গল হৈয়া পুন আইস গৃহে ।
নন্দের বিকুলি কথা এ মাধব কহে।।