গোকুল আজু আনন্দ অধিক ভেল।
বহু আরাধনে শ্যাম দরশনে দুঃখ দশা দূরে গেল।। ধু
আজু হোন্তে জথি গোকুলে বসতি আকুল ব্যাকুল ছিল।
পহু আগমনে হরিষ বাজনে আনন্দিত হই গেল।।
সবহি গোকুল উৎসব মঙ্গল ঝুম ঝুম শব্দ উল্লাস।
জঅ জঅ রোল আনন্দ উল্লোল দশদিশ হইল উক্কাস।।
আছদ্দিন কহব এসব উৎসব রাখ প্রভু চিরদিন।
মন মনোরথ হইল পূর্ণিত সহাএসাহ আএনদ্দিন।।