গোধন লইঞা বেণু বাজাইঞা
গহনে আইলে তুমি।
তখনি হইতে কত উঠে চিতে
কাদিঞা মরিএ আমি।।
বন্ধু কত না কহিব তোরে।
তবহিঁ সুবল তোমার কুশল
সকলি কহিল মোরে।।
মোরে পাঠাইঞা কুলবধূ হঞা
রহিল ঘরের কাজে।
তোমা দরশনে হরষিত মনে
আইলাম সুবল সাজে।।
আমি পরাধীন তেঞি সে এমন
বাহির হইতে ছলা।
দীনবন্ধু বলে এমতি নহিলে
কেমনে পাইবে কালা।।