গোপাল যাবে কিনা যাবে আজি গোঠে।
এক বোল বলিলে আমরা চলিয়া যাই
গোধন চলিয়া গেল মাঠে।।
উছড় দেখিয়া বেলা ডাকিতে আইনু মোরা
যতেক গোকুলের রাখয়াল।
একেলা মন্দির মাঝে আছ তুমি কোন কাজে
এ তোমার কোন্ ঠাকুরাল।।
যদিবা এড়িয়া যাই মনে বড় বেথা পাই
যাইব কেমতে প্রাণ ধরি।
না জানি কি গুণ জান সদাই অন্তরে টান
তিল আধ না দেখিলে মরি।।
মাথেতে ছান্দন দড়ি হাতেতে কনক লড়ি
বাহির হইলা বিহারের বেশে।
সকল বালক লইয়া যমুনার তীরে যাইয়া
জ্ঞানদাস ছিল সবার শেষে।।