গোপের রমণী গোবিন্দ পাইয়া
আনন্দ হইল তায়।
কেহ আসি ধরে শ্রীবাহু-যুগলে
কেহ আসি ধরে পায়।।
বড়ই আনন্দ মনে।
কেহ ত বসন তুরিতে ধরল
কেহ চাহে মুখ পানে।।ধ্রু।।
শ্রীচরণ কেহ পয়োধরে রাখি
অনিমিখে মুখ হেরে।
তাম্বুল চর্ব্বিত কেহ সে খাইল
আলিঙ্গন কেহ করে।।
গোপী-গণ সব প্রেমেতে ভাসল
পুলকে পূরিত হৈল।
নিমানন্দ দাসে সে শ্যাম পাইল
বিরহ দূরেতে গেল।।