গোবরর্ধন গিরি বাম করে ধরি
যে কৈল গোকুল পার।
বিরহে সে ক্ষীণ করের কঙ্কণ
মানয়ে গুরুয়া ভার।।
রান্না হে কি আর বোলসি আন।
তোহারি চরণ- শরণ সো হরি
তবহুঁ না মিটে মান।।ধ্রু।।
কালিয় দমন করল যে জন
পরযুগ পরহারে।
এবে সে ভুজঙ্গ- ভরমে ভুলল
হৃদয়ে না ধরে হারে।।
সহজে চাতক না ছাড়য়ে ব্রত
না বৈসে নদীর তীরে।
নব জলধর বরিখন বিনু
না পিয়ে তাহার নীরে।।
যদি দৈবদোষে অধিক পিয়াসে
পিয়রে হেরিয়া থোর।
জ্ঞানদাস কহ নাম সোঙরিয়া
গলে শতগুণ লোর।।