গোবিন্দেব অঙ্গে পহুঁ নিজ অঙ্গ দিঞা।
শুনে বৃন্দাবন গুণ ত্রিভঙ্গিম হঞা।।
গাএ বাসু (দেবান) ন্দ মাধব গোবিন্দে।
নাচে পুলকিত কেহুঁ পরম আনন্দে।।
গোলকের নাথ পহুঁ নীলাচল মাঝে।
শ্রীনিবাস আদি যত (ভক) তের মাঝে।।
বিপুল পুলক শোভে গৌর কলেবরে।
কত শত ধারা বহে নয়ন কমলে।।
হেরি গদাধর …
শুনি সকরুণ কান্দিএ সব দেশ।।
আজানুলম্বিত ভুজ ডাহিনে তুলিয়া।
খেনে হরি হরি বোলে আবেশে হইয়া।।
খেনে বিলসয়ে খেনে চলয়ে (?) ধরণি।
জ্ঞানদাস বলে কিছুই না জানি।।