গৌর আজ্ঞায় বিচারিলে পাইবায় তার দরশন।
এই তনে ছাপিয়া রইছে সেই রতন।
কিতাব কোরাণ পড়ি না পাই তার দরশন।
‘ওজিফা’তে শুদ্ধ বচন চিন্‌লায় না রে অজ্ঞান মন।
খানা পানি খাইয়া থাকে নিশাভাগে হয় চেতন।
রূপের ঘরে রূপ জ্বল্‌তেছে বিনা চক্ষে দরশন।
কহিল ফকির ছৈয়দ আলী জিতে না হইল মরণ।
আঠার মোকাম ধুড়ি ত্রিপুন্নিতে দরশন।