গৌর সুন্দর পরম মনোহর
শ্রীবাসপণ্ডিত গেহ।
শোণ চম্পক কনক দরপণ
নিন্দি সুন্দর দেহ।।
বসিয়া গোরা পঁহু হাসিয়া লহু লহু
কহয়ে পণ্ডিত ঠাম।
তোহারি প্রেমরসে এ মোর পরকাশে
দেখহ সো পহু হাম।।
শুনিয়া পণ্ডিত অতিহুঁ হরষিত
চরণতলে গড়ি যায়।
করয়ে স্তুতি নতি প্রেমজলে ভাসি
পুলকে পূরল গায়।।
ভাগবতগণে আনিয়া তৈখনে
পহুঁক করে অভিষেক।
বারি ঘট ভরি রাখল সারি সারি
গন্ধ আদি পরতেক।।
মুকুন্দ গদাধর পণ্ডিত দামোদর
মুরারি হরিদাস গায়।
উঠিল জয়ধ্বনি মঙ্গলরব শুনি
নদীয়া নরনারী ধায়।।
পণ্ডিত শ্রীবাস পরম উল্লাস
পহুঁক শিরে ঢালি বারি।।
চৌদিগে হরিবোল বড়ই উতরোল
মঙ্গল রব সব নারী।।
নিতাই অদ্বৈত অতিহুঁ হরষিত
হেরই ডাহিন বাম।
সিনান সমাপল বসন পরায়ল
পুরল সব মন কাম।।
কতহুঁ উপচারি পুজল গৌরহরি
ভোজন আসন বাস।
দণ্ডবত নতি করল বহু স্তুতি
কহু গোবর্দ্ধন দাস।।