ঘরে ঘরে উকটিতে পদচিহ্ন দেখি পথে
সকরুণ-নয়ানে নেহারে।
আহা মরি হায় হায় মূরছিয়া পড়ে তায়
কান্দে পদচিহ্ন লৈয়া কোরে।।
মায়েরে কর‍্যাছ রোষ সঙ্গিয়ারে কিবা দোষ
কোথা আছ বোল ডাক দিয়া।
যদি থাকে মনে রোষ ক্ষেম ভাই সব দোষ
যশোদা মায়ের মুখ চায়্যা।।
শুনিয়া শ্রীদামের কথা মরমে পাইয়া বেথা
তুরিতে আইলা নীলমণি।
মরণ-শরীরে যেন পাইল পরাণ দান
শুনিতেই নূপুরের ধ্বনি।।
বসিলা মায়ের কোলে গদগদ বাণী বলে
অনেক সাধের যাদুমণি।
সব ধন সম্পদ সকল তোমার আগে
চল যাই করিগা নিছনি।।
ধরিয়া বলাইর হাতে দাড়াঞা মায়ের আগে
নাচিতে লাগিলা দুই ভাই।
ঘনশ্যাম দাসে কয় হইলা আনন্দময়
গোপালের বলিহারি যাই।।