ঘর নহে ঘোর হেন ঘরের বসতি।
বিষ হেন লাগে মোরে পতির পিরীতি।।
বিরলে ননদী মোরে যতেক বুঝায়।
কানুর পিরীতি বিনে আন নাহি ভায়।।
সখি মোর নব অনুরাগে।
পরবশ জীউ না উবরে পুণভাগে।।
আঁখে রৈয়া আঁখে নহে সদা রহে চিতে।
সে রস বিরস নহে জাগিতে ঘুমিতে।।
এক কথা লাখ হেন মনে বাসি ধান্দি।
তিলে কতবার দেখোঁ স্বপনসমাধি।।
জ্ঞানদাস কহে ভাল ভাবে পড়িয়াছ।
মনের মরমকথা কারে জানি পুছ।।