চপল চপল দিঠে সুধামুখী চায়।
চূয়া চন্দন গোরী দেয় শ্যামগায়।।
হেদে হে শ্যাম নাগর হারিলে হে।
আহিরী রমণী সনে নারিলে হে।।ধ্রু।।
ললিতা ললিত হাসি প্রহেলিকা গায়।
আনন্দে বিশাখা সঙ্গে মৃদঙ্গ বাজায়।।
রঙ্গভরে রঙ্গদেবী শ্যামেরে শুধায়।
আবার খেলিবা হোরি গোপিকাসভায়।।
সুদেবী সরস আঁখি নাগরে বুঝায়।
জ্ঞানদাস গোবিন্দের চরণে লুটায়।।