চরণ তলেতে, শ্যামনাম দেখি, তাহার পানেতে চায়।
মুখেতে বসন, দিয়া যে তখন, আধ আধ হাসি তায়।।
হাসি বিনোদিনী, কহে নাপিতানি, ভাল সে কামাহ তুমি।
বয়সে অধিক, তুমি সে আমার, পরণাম করি আমি।।
ইঙ্গিতে কহিল, সূর্য্যপূজা ছলে, এখনি যাইব আমি।
রাধাকুণ্ডতীরে, নিভৃত কুঞ্জেতে, বসিয়া রহ গা তুমি।।
এতেক বলিয়া, বিদায় করিল, বাহির হইঞা জায়।
হেনই সময়ে, দুয়ারে তাহেরে, জটিলা দেখিতে পায়।।
জটিলা কহিল, কে তুমি এখানে, আস্যাছিলা কি কারণ।
কোথা তোমার ঘর, কিবা কর্ম্ম কর, কহ দেখি বিবরণ।।
তোমার ঘরেতে, আইলাম কামাতে, মথুরা নগরে ঘর।
ঘরে বৃদ্ধপতি, রাখিয়া আস্যাছি, তেঞি যাই তৎপর।
এতেক বলিয়া, চলিল ধাইয়া, সুবলের কাছে আসি।
জ্ঞানদাস কহে, সব বিবরণ,সুবলেরে কহে হাসি।।