চলিতে না পারে যৌবন ভারে।
ধাধসে ধরলি সখীর করে।।
নবীনা কামিনী কনকলতা।
এ তিন ভূবনে তুলনা কোথা।।
সত্বরে সরণি সাধলি রাই।
নিভৃত নিকুঞ্জে পশিলি যাই।।
কনকচাঁপার কুঞ্জের মাঝ।
বৃন্দা করল বিছানা সাজ।।
বিনোদ বিছানা বিনোদ বন।
দেখিতে শীতল হইল মন।।
রাধিকা রমণী ফুলের মূলে।
বিশাখা গাঁথিয়া দেওলি চুলে।।
খলিত বসন পরিলা বালা।
ললিতা দেয়লি গাঁথিয়া মালা।।
গাওত কোকিল মধুর গীত।
তরল করল ধনীর চিত।।
উন্মদ মদনে মাতল মন।
চৌদিগে বেড়ল সখীর গণ।।
পরাণ পিয়ারে না দেখি বনে।
আনল উরলি উঠিছে মনে।।
কহয়ে শেখর শুনহ রাই।
নাগর বারতা বুঝিতে যাই।।