চলিল কুঞ্জ- বনে গো পিয়ারী
চলিল কুঞ্জ-বনে।
মনের সাধে বিজই রাধে
প্রিয়-সখীগণ সনে।।
সখিনী সঙ্গে প্রেম-তরঙ্গে
অতি আনন্দিত মনে।
সখী-গণ সাথে আনন্দিত চিতে
পশিল গহন-বনে।।
পুলকে পুরিল সব কলেবর
চাহিয়া সখীর পানে।
সঙ্গের সঙ্গিনী দেখে মুখখানি
চাঁদ-কমল ভানে।।
বন্ধুরে দেখিতে আকুলিত চিতে
পথ বিপথ না গণে।
অতি অপরূপ যেন রস-কূপ
নিমানন্দ দাস ভণে।।