চল দেখিগিয়া রূপ, বন্ধু চল দেখিগিয়া । কিরূপে ধরাইমু হিয়া শ্যামে না দেখিয়া।। ধু
মালতীরমালা গলে শোভিআছে ভালা। মু’খানি পূর্ণিমাশশী বরণ চিকণ কালা।।
সাক্ষীহৈও সাক্ষীহৈও এ পাড়াপড়শী। শাশুড়ী ননদীর বাদে হৈলাম দেশান্তরী।।
কদম্বের ডালে বসি বাজাএ মুররি । আবরিছে কদম্বের পত্র সারি সারি।।
মীর ফয়জুল্লা কহে মনেতে ভাবিয়া। দেখ দেখি শ্যাম রূপ জল ছলে গিয়া।।