চিকণ কালিয়া শ্যাম মদন মোহন ঠাম
রূপে আঁখি রহিল ভুলিয়া।
মেঘ জিনি বরণখানি বেশ তাহে জগজিনি
জ্ঞান হরে মধুর হাসিয়া।।
যে হ’তে দেখেছি তারে রহিতে না পারি ঘরে
গৃহ কাজে না লয় মোর চিত।
শুইলে সোয়াস্ত নাঞি প্রাণ রহিল শ্যামের ঠাঞি
আহার করিলে লাগে তিত।।
জাতিকুল যাউ পাছে শ্যামেরে রাখিব কাছে
তিলে আর না দিব ছাড়িয়া।
কেহো যদি কিছু বলে কালিয়া বান্ধেছি গলে
যাব দূরে দুকূল খাইয়া।।
করিব চরণ সেবা দেখিব সে মুখ আভা
তবে চিত হবে মোর স্থির ।
জ্ঞানদাসেতে ভণে মিলিবে শ্যামের সনে
ওগো ধনি মন কর স্থির ।।