চির-দিবস ভেল হরি রহই মথুরা পুরী
অবহুঁ সখি বুঝহ অনুমানে।
মধু-নগর-যোষিতা সবহুঁ তারা পণ্ডিতা
বান্ধল মন সুরত-রতি-দানে।।
গ্রাম্য গোপ বালিকা সহজে পশু-পালিকা
হাম কিয়ে শ্যাম-উপভোগ্যা।
রাজ-কুল-সম্ভবা সহসিরুহ-গৌরবা
যোগ্য-জনে মিলয়ে জনু যোগ্যা।।
তাবত দিন যাপই নিম্ব-ফল চাখই
অমিয়-ফল যাবত নাহি পাওয়ে।
অমিয়-ফল-ভোজনে উদর-পরিপূরণে
নিম্ব-ফল দীগ নহি চাওয়ে।।
তাবত অলি গুঞ্জরে যাই ফুল ধূতরে
মালতি ফুল যাবত নহি ফোটে।
রাই-মুখ-কাহিনি শশিশেখর শুনি
রোখ-ভরে কহই কিছু ওঠে।।