চীরপবনে ধনি শীতল ভেল।
ছরম ঘরম সব দুরহিঁ গেল।।
বৈঠল দুহুঁ যব শেজক মাহ।
তব অনুমানল রসিক সুনাহ।।
রাইক ইহ সব কপট তরাস।
বুঝিয়া রসিকবর লহু লহু হাস।।
তহিঁ পুন চুম্বই রাই-বয়ান।
দুহুঁ জন মরমে হানল পাঁচ বাণ।।
পুন বিলসয়ে দুহুঁ হেরইতে ধন্দ।
কহ কবিশেখর ইহ পরবন্ধ।।