চৌদিকে ব্রজবধূ দেই জয়কার।
ঘট ভরি শির পর ঢালে জলধার।।
অপরূব কানুক ইহ অভিষেক।
চৌদিশে ব্রজরমণীগণ দেখ।।
কুঙ্কুম গোলাব কর্পূরযুত বারি।
ঘট ভরি দেওল শির পর ঢারি।।
সিনান সমাপি পরই পিতবাস।
সহচরগণ বেঢ়ল চারিপাশ।।
বৈঠল মন্দিরে সহচর মেলি।
বেশ বনাওত আনন্দ কেলি।।
মলয়জ মৃগমদ সুশিতল গন্ধ।
বহুবিধ ঘুসৃণ লেপয়ে বহু ছন্দ।।
মলয়জকপূরবাসিত ফুলহার।
পরায়ল কতহুঁ রতন অলঙ্কার।।
হেরি যশোমতী তব আনন্দে ভাস।
মাধব দেখয়ে রাইক পাশ।।