ছোট না রাধিকা, ভরণ কলসী, মাঝা হেলি ঢলি পড়ে।
কোন নাগরে, পাঠাইছে তোমারে, দয়া নাই শ্যামের মনে।।
গাছের উপরে, লতার বসতি, লতার উপরে ফুল।
ফুলের উপরে, ভ্রমরা গুঞ্জরে, কানুএ মজাইল ঐ জাতি কুল।
সঙ্গে সখীগণ, কৈল পলায়ন, একাকী চলিলাম যমুনা।
যমুনাতে গেলাম, বলাকা দেখিলুম, আশ্চর্য্য হইল মোর মন।।
নদীর কিনারে, বলাকা চরে, মৎস্য চুনি চুনি খায়।
কোন নগরে, পাঠাইয়াছে তোমারে,জলের নীচে ছায়া দেখা যায়।।
ছায়া নিরখিলুম, ভাবে মগ্ন হৈলুম, উদাস হইল মোর মন।
মুই যদি পাইতুম, যতনে রাখিতুম্, যামিনী কাটিতুম রসে।।
সঙ্গে সখী দিতুম, সম্মানে রাখিতুম, দিবা কাটিত নানা সুখে।
আলীমিঞার বাণী, শুন শুন ধনি, ছাড়িয়া নদীর কুল সঙ্গে যাইবা নি।।