জনমহি গৌরক গরবে গোঙায়লুঁ
সো কিয়ে এত দুঃখ সহই।
উর বিনু শেজ পরশ নহি জানত
সো তনু অব মহি লুঠই।।
বদনমণ্ডল চাঁদ ঝলমল
সো অতি অপরূপ শোহে।
রাহু ভয়ে শশী ভূমে পড়ল খসি
ঐছন উপজল মোহে।।
পদঅঙ্গুলি দেই খিতি পর লেখই
যৈছন বাউরি পারা।
ঘন ঘন নয়নে নিঝরে বারি ঝরু
যৈছন শাঙনধারা।।
খেণে মুখ গোই পাণি অবলম্বই
ঘন ঘন বহয়ে নিশাস।
সোই গৌরহরি পুনহি মিলায়ব
নিয়ড়হি মাধব দাস।।