জহাঁ জহাঁ পদজুগ ধরঈ।
তহিঁ তহিঁ সরোরুহ ভরঈ।।
জহাঁ জহাঁ ঝলকত অঙ্গ।
তহিঁ তহিঁ বিজুরি তরঙ্গ।।
কি হেরলুঁ অপরুব গোরি।
পইঠল হিয় মাহ মোরি।।
জহাঁ জহাঁ নয়ন বিকাস।
ততহিঁ কমল পরকাস।।
জহাঁ জহাঁ হাস সঞ্চার।
তহিঁ তহিঁ অমিয় বিথার।।
জহাঁ জহাঁ কুটিল কটাখ।
ততহিঁ মদন সর লাখ।।
হেরইত সে ধনি থোর।
অব তিন ভুবন অগোর।।
পুনু কিএ দরসন পাব।
তব মোহে ইহ দুখ জাব।।
বিদ্যাপতি কহ জানি।
তুঅ গুনে দেয়ব আনি।।