জানল ঘরপর নিন্দে ভেল ভোর।
শেজ তেজি উঠল নন্দ কিশোর।।
সঘনে গগনে হেরি নখতর পাঁতি।
অবধি না জানল না উঠল রাতি।।
জলধররুচিহর শ্যামরকাঁতি।
যুবতি মোহন বেশ ধরু কত ভাতি।।
ধনি অনুরাগিনি জানি সুজান।
ঘোর আন্ধিয়ারে তব করল পয়ান।।
পরনারী পিরীতে ঐছন রীত।
চলল নিভৃত পথে না মানয়ে ভীত।।
কুসুমিত কানন কালিন্দি তীর।
তাঁহা চলি আওল গোকুলবীর।।
শেখর পন্থ পর মীলল যাই।
আনল নাগর ভেটলি রাই।।