জানি ঘোর কলিকাল অবনিতে অবতার
জীব সব মলিন দেখিয়া।
দয়া করি গৌরহরি শচীগর্ভে অবতরি
সঙ্গে পারিষদগণ লৈয়া।।
গোলোকের প্রেমধন করে গোরা বিতরণ
অধম পতিত নাই মানে।
চার বেদের পার হরিনাম মন্ত্র সার
দিলা গোরা সভাকার স্থানে।।
যতেক পতিত ছিল সকলে উদ্ধার হৈল
জগাই মাধাই তার সখী।
শুনি সব নরনারী ধায় উভবাহু করি
চল যাই গোরা চাঁদে দেখি।।
শিব বিহি পুরন্দর সব দেব অগোচর
গোলোকে যতেক সুখ ছিল।
হরি হরি বোল শুনি খোল করতাল ধ্বনি
নবদ্বীপে আনি প্রকাশিল।।
হেন গোরা অবতার কোন যুগে নাহি আর
কভু নাহি শুনি দুই কানে।
হরেকৃষ্ণ করে নতি শ্রীগুরু বৈষ্ণবে রতি
মন রহু গৌরাঙ্গ চরণে।।