জিতে পাসরিল নহে বন্ধুর পিরিতি।
কি ঘর বাহির লোকে বোলে অকিরিতি ।।
(অন্তর বাহির চিতে অবিরত জাগ।
না জানি কি লাগি তাহে এত অনুরাগ।।
সই বড়ি পরমাদ।
শয়নে সপনে মনে নাহি অবসাদ )।।
দেখিতে না দেখে আঁখি শ্যাম বিনু আন।
ভরমে আনের কথা না কহে বয়ান।।
শুনিতে শুনিয়ে সেই পরসঙ্গ।
সোঙরি সঘন মোর পুলকিত অঙ্গ।।
হিয়ার আরতি কহিতে নাহি দেশ।
মরমে ধরম কথা না করে প্রবেশ।।
গৃহ কাজ করিতে আউলাএ সব দেহ।
জ্ঞানদাস কহে বড়ি বিষম শ্যাম লেহ।।