তরু মূলে কি রূপ দেখিনু কালা কানু।
যেরূপ দেখিনু সই স্বরূপে তোমারে কই
জল ভরিতে বিসরিনু।।
একে সে কালিন্দীকূল ত্রিভঙ্গিম তরুমূল
সজল জলদ শ্যাম তনু।
জল ভরিয়া যাই ফিরিয়া ফিরিয়া চাই
হাসি হাসি পুরে মন্দ বেণু।।
জল ফেলিয়া যাই কুল লাজ ভয় পাই
আপনা খাইয়া সই মনু।
জ্ঞানদাসেতে কয় মোর মনে হেন লয়
ভজি গিয়া ও চরণরেণু।।