তুমিত নাগর রসের সাগর
যেমত ভ্রমর-রীত।
আমি ত দুঃখিনী কুল কলঙ্গিনী
হইনু করিয়া প্রীত।।
গুরুজন ঘরে গঞ্জয়ে আমারে
তোমারে কহিব কত।
বিষম বেদনা কহিলে কি যায়
পরাণ সহিছে যত।।
অনেক সাধের পীরিতি বঁধু হে
কি জানি বিচ্ছেদ হয় ।
বিচ্ছেদ হইলে পরাণে মরিব
এমতি সে মনে লয়।।
চণ্ডীদাস কহে পীরিতি বিষম
শুন বড়ুয়ার বহু।
পীরিতি- বিচ্ছেদ হইলে মরণ
এমতি না হউ কেহু।।