“তুমি সে যেমন জানিয়ে আমরা
রাখাল হইয়া বনে।
গোপের গোধন করহ রক্ষণ
বুলহ রাখাল সনে।।
একদিন বনে ধেনু হারাইয়া
কাঁদিয়া বিকল তুমি।
সে সব পাশর নাহি পড়ে মনে
সকল জানিয়ে আমি।।
একদিন মায় বান্ধিল তোমায়
দড়ি দিয়া উদুখলে ।
কাঁদিয়া বিকল বালক সকল
তাহা মনে পাশরিলে ।।
নবনী কারণে বাঁধিয়া যতনে
রাখিল নন্দের রাণী।
দেখেছি বিকলি শুন বনমালি,
তাহা সে সকলি জানি।।
ইবে ঘাটে বসি হয়েছ জগাতি
তরুণী আগুলে রাখ।
এবে সে জানিব যত বড় দানী
কখন নাহিক ঠেক।।”
চণ্ডীদাসে বলে– “শুন বিনোদিনি,
সুখেতে করহ বিকি।
যে হয় উচিত দান সমাধিয়া
চলি যাহ যত সখ।।”