তোমার মনের কালী দূর করি, কমল পদে রাখ শ্রীহরি। দু
নূতন রসে পিরীত করি, ছাড়লে কেনে ও কালা চান্দ, প্রেম আদরি।
দয়া মনে নাই কেনে, কোথায় রৈলা পাসরি।।
সাধনেতে হৈয়াছে মিলন, দয়া কর ও কালাচান্দ না হইও বিমন ।
আইস সঙ্গে, মনোরঙ্গে একবার মধুপান করি।।
তুমি কালা প্রেম-সখা আমার এ ধন যৌবন কালাচান্দ সকলি তোমার।
সম্‌পূর্ণ মধুর ভাণ্ড ইচ্ছামতে পান করি।।
হীন কমর আলীর বচন, যেই যুবতী পায় পতি করিয়া সাধন,
রাখিতে উচিত হয়, অনেক আদর করি।।