দধি দুগ্ধ ভূমে ফেলি নাচে নন্দরায়।
মাতিয়া আনন্দরসে গড়াগড়ি যায়।।
নন্দ উৎসব হৈল গোকুল নগরে ।
ধন্য ধন্য করিয়া সভে বোলে যশোদারে ।।
সভে বোলে ধন্য নন্দ যশোমতি দুইজন।
তোমার ঘরে জন্ম লৈল দেব নারায়ণ।।
পুত্রভাগ্য নাহি যার অবনীর মাঝ।
নিস্ফল জনম তার জীবনে কিবা কাজ।।
এত শুনি নন্দঘোষ মনে বিচারিয়া ।
পুত্রের কল্যাণে পান দেই ত হাসিয়া ।।
ভাণ্ডার বিলায়েন নন্দ পুত্রের কল্যাণে।
রজত কাঞ্চন দেই বস্ত্র যে ভবনে।।
ভাট বিপ্রে দিল দান পরশ পাথর।
শত শত ধেনু আর খাট পট্টাম্বর।।
ভাগবত কথা এই গোবিন্দ কীর্ত্তন।
যেই ইহা শুনে তার সফল জীবন।।
যেই জন গায় উৎসব মধুর করিয়া।
কৃষ্ণে মতি হয়, যায় শমন তরিয়া।।
জ্ঞানদাসেতে কহে ব্যাসের বিচারে।
গোকুলের লোক ভাসে আনন্দে সায়রে।।