দরশনে উনমুখী দরশন সুখে সুখী
আঁখি মোর নাহি জানে আন।
যাঁহা যাঁহা পড়ে দিঠি তাঁহা অনিমিখে ছুটি
সে রূপমাধুরী করে পান।।
মধুর হইতে সুমধুর মধুর অমিয়াপূর
মধুর মধুর মৃদু হাস।
চঞ্চল কুণ্ডল আভা ঝলমল মুখশোভা
দেখিতে লোচন অভিলাষ।।
কহিতে রূপের কথা মরমে পরম ব্যথা
লাখে বিধি না দিলে বয়ান।
দেখে আঁখি কহে মুখ তাতে কি পুরয়ে সুখ
তাহে বড় রসের পরাণ।।
দেখে আন কহে আন অনুভবে অনুমান
তাহে কি পরাণ পরবোধ।
কহিতে না পারি দেখি অতয়েব ঝরে আঁখি
শ্যামদাসের মরম বিরোধ।।