দাম শ্রীদাম সে সুদাম সহিত।
আসিয়া নন্দমহলে উপনীত।।
উজ্জ্বল কোকিল মীলল তায়।
সঘনে ভাই বলি বদন বাজায়।।
ভদ্র সুভদ্র সেন বীরভদ্র।
অনুখন বচন ধরই কত ছদ্ম।।
আওল সুবল গুণ জগতে অতুল।
ধীর গভীর বচন অনুকূল।।
নিরমল গৌরবরণ মুখচান্দ।
পহিরণ নীল বসন করে ছান্দ।।
সকল সখা মেলি অঙ্গনে আই।
ফুকারয়ে জাগহ ভাই কানাই।।
শুনইতে ঐছন মধুরিম ভাষ।
আনন্দে মাধব দুরহি হাস।।