দুতিক বচন শুনি নাগররাজ।
অন্তরে পায়ল বহুতর লাজ।।
ইঙ্গিতে বুঝল সো আশোয়াস।
মন মাহা হোয়ল বহুত উলাস।।
তবহি সফল কইর জীবন মান।
তাকর সঞে হরি করল পয়ান।।
পন্থহি কত কত ভাবে বিভোর।
ঐছনে পাওল কুঞ্জক ওর।।
জ্ঞানদাস কহ অপরূপ রূপ।
যুগল মিলল দুহুঁ রসকূপ।।