দেখা দিয়া কইলায় মোরে প্রেমের দেওয়ানা হায় রে রহিল দেহার কল্পনা,
দরশন দেও নাথ প্রাণ বাঁচে না।। ধু
একদিন গেলাম রে বন্ধু যমুনার জলে, শ্যাম রূপ দেখিলাম আমি কদম্বের তলে,
ওরে সে অবধি দুই আঙ্খির জল বারণ হইল না, হায়রে আমার কালিয়া সোনা।
দরশন দেও নাথ প্রাণ বাঁচে না।
আর বন্ধুয়ার রূপ খানি দিলে থইলুম লেখি, ইচ্ছা হইলে দুই আঙ্খি মুজিয়া রূপ দেখি।
হায়রে চন্দ্র সূর্য না হয় তার রূপের তুলনা, হায়রে ওরূপ পাইয়া পাইলাম না।
দরশন দেও নাথ প্রাণ বাঁচে না।।
রূপ হইতে বাহির হইয়া রূপে রূপ ধরিত চায় গোকুল নগরে ও রূপ ধুড়িয়া না পায়।
বাতাইয়া দেও মুরশিদ রূপের নিশানা, হায়রে ও রূপ কিরূপ নমুনা।
দরশন দেও নাথ প্রাণ বাঁচে না।।
পাগল আরকুমে কয় প্রেমেতে মধুর, নাইরে ও তার কুল-কিনারা কাম-সমদুর।
ওরে যে পড়িয়াছে ভাসিয়া গেছে, হইছে দেওয়ানা, নাইরে ও তার জাতের ঠিকানা।